রফিকুল আলম, ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে গোপালনগর ইউনিয়নে পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সরকারি ৪টি বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবনের উদ্বোধন করেন বগুড়া-৫আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। পরে তিনি এ উপলক্ষে দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সূধী সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, গোপালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম তছু, সাধারণ সম্পাদক শাহ আলম, ও দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনিছুর রহমান ফেরদৌস প্রমুখ।
উল্লেখ ২০১৯-২০ অর্থবছরে ২কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শেহুলিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল নতুন ভবন নির্মান করা হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।