কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ‘ আংশিক নয় পুরো সত্য’ প্রতিপাদ্যে বিশ্বাসী দৈনিক কালের কণ্ঠ’র ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়। এরপর কালের কণ্ঠ’র কাজিপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
তিনি বলেন, ‘ কলের কণ্ঠের একযুগ পূর্তিতে শামিল হতে পেরে ভালো লাগছে। শুরু থেকেই এই পত্রিকাটি জনগণের কথা বলে আসছে। এজন্যে কালের কণ্ঠ পরিবারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘ আমি কাজিপুরে আসার পরে সকল ভালো কাজে কালেরকণ্ঠ’র নিউজ পেয়েছি। আবার নানা অসঙ্গতি তুলে ধরে আমাদের চলার পথকে আরও সহজ করে দিতেও পত্রিকাটির জুড়ি নেই।
এ কারণে আমি অফিসে কালের কণ্ঠ রাখি এবং নিয়মিত পড়ি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার, কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল আলম, শফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, আব্দুর রহিম, আব্দুল মজিদ, মিজানুর রহমান মিনু, মিজান রহমান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সম্পাদক কাজিপুর শাখার সম্পাদক আমিনুল ইসলাম লিটন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।