লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে এমদাদুল হক খান চাঁন স্যার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামের নিজ বাসভবনে ৫শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এমদাদুল হক খান চাঁন স্যার স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনের সভাপতি মাইনুল হক খান মিলনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান শাহাদত হোসেন স্বাধীন,অবসর প্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা ডিহিদার বাদল, সাবেক চেয়ারম্যান মজিবর জোদ্দার,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কমল,সাবেক মেম্বার জমির উ্িদ্দন সহ অন্যান্যরা সংক্ষিপ্ত বক্তব্যে স্মৃতিচারণ করেন। পরে শীতার্তদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় এমদাদুল হক খান চান স্যার পরিবারের সদস্যরা মরহুমের জন্য দোয়া কামনা করেছেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।