বকশীগ‌ঞ্জে ফুটবল প্রশিক্ষণ‌ের সমাপ‌নি ও সনদ‌ বিতরণ অনু‌ষ্ঠিত

S M Ashraful Azom
0
বকশীগ‌ঞ্জে ফুটবল প্রশিক্ষণ‌ের সমাপ‌নি ও সনদ‌ বিতরণ অনু‌ষ্ঠিত


শামিম তালুকদার: জামালপু‌রের বকশীগ‌ঞ্জে মাস ব‌্যাপী ফুটবল প্রশিক্ষণ‌ের সমাপ‌নি ও সনদ‌ বিতরণ অনু‌ষ্ঠিত হয়েছে। আজ শ‌নিবার বিকাল ৩:০০টায় ক্রীড়া প‌রিদপ্ত‌রের বা‌র্ষিক ক্রিড়া কর্মসূচী ২০২০-২০২১ এর আওতায় জামালপুর জেলা ক্রীড়া অ‌ফি‌সার সেতু আক্তার এর সার্বিক ব‌্যবস্থাপনায়  বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ‌্যাল‌য়ে উক্ত ফুটবল প্রশিক্ষণ‌ে  উপ‌জেলার বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা‌নের ৩০ (ত্রিশ) জন শিক্ষাথর্ী খে‌লোয়ার অংশগ্রহণ ক‌রে। 

উক্ত সমাপ‌নি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠা‌নে  উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার  মুনমুন জাহান লিজার সভাপ‌তিত্বে প্রধান অতি‌থি ছি‌লেন বকশীগঞ্জ উপ‌জেলা চেয়ারম‌্যান আব্দুর রউফ তালুকদার, বি‌শেষ অ‌তিথ‌ি বকশীগঞ্জ পৌরসভার মেয়র মোঃনজরুল ইসলাম সওদাগড়,উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, খাত‌েমুন মঈন ম‌হিলা ড‌িগ্রী ক‌লে‌জের প্রিন্সিপাল বজলুর ক‌রিম শা‌হিন তালুকদার ও বকশীগঞ্জ এন এম উচ্চ বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক মোঃমাসুমুল হক সি‌দ্দিকী।

বকশীগঞ্জ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার  মুনমুন জাহান লিজা প্রশিক্ষণাথী‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন,খেলাধুলা শরীর স‌ুস্থ্য রাখার মাধ‌্যমে পড়া‌শোনায় ম‌নো‌যোগ যেমন বৃ‌দ্ধি ক‌রে একইসা‌থে ভা‌লো খে‌লোয়ার দে‌শের জন‌্য সন্মান ব‌য়ে আন‌তে পা‌রে। খেলাধুলার সমা‌জের অসামা‌জিক কাযক্রম হ‌তে বিরত রাখ‌তে বিরাট ভূ‌মিকা রাখ‌তে পা‌রে।বকশীগঞ্জ উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়  বক্ত‌ব্যে বলেন,বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ‌্যালয় মাঠ খে‌লোয়ার তৈ‌রির উর্বর ভূ‌মি এখান হ‌তে এ প্রশিক্ষণের মাধ‌্যমে আগামী‌তে ভা‌লো খে‌লোয়ার বের হ‌য়ে আস‌বে ব‌লে আশাবাদ ব‌্যক্ত ক‌রেন।

মাসব‌্যপী প্রশিক্ষণ‌টি প‌রিচালনা ক‌রেন ধানুয়াকামালপুর উচ্চ বিদ‌্যাল‌য়ের সহকারী শিক্ষক(শারী‌রিক শিক্ষা)মোঃ শি‌শিরুল ইসলাম ও  এনএম উচ্চ বিদ‌্যালয়ের  উচ্চ বিদ‌্যালয় সহকারী শিক্ষক(শারী‌রিক শিক্ষা) মোঃ বাদল মিয়া

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top