লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : সুসজ্জিত চেম্বার, দামি ডেন্টাল ইউনিট, আসবাব সবই আছে। নেই শুধু অনুমোদিত ডিগ্রি। পড়াশোনার দৌড় সর্বোচ্চ না হলেও নামের আগে ডাক্তার এবং নামের পরে নানা ‘ডিগ্রি’ লিখেছেন। বাংলাদেশ ডেন্টাল সোসাইটির (বিডিএস) সরবরাহ করা তালিকা অনুযায়ী এঁরা ‘হাতুড়ে দন্ত চিকিৎসক’। এফ,টি,সি,এস,এম,সিও মির্ডফোর্ড হাসপাতাল এসব সাইনবোর্ড লেখা দেখে সাধারণ মানুষ এদের বিশেষজ্ঞ চিকিৎসক বলে মনে করেন।
জামালপুরের ইসলামপুরে এমনি এক অবৈধ ডেন্টিস্টকে মোবাইল কোর্টে জরিনাম করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, দীর্ঘদিন ধরে ইসলামপুর পৌর শহরের আজাদ মার্কেটে মনজুরুল হাসান নামীয় ডিগ্রী ও অনুমুতিবিহীন দন্ত চিকিৎসক অবৈধভাবে চিকিৎসা প্রদান করে আসছিলেন। খবর পেয়ে রবিবার ইসলামপুরের সহকারী কমিশনার (ভ’মি) রোকনুজ্জামান খান অবৈধ ডেন্টিস্টকে মোবাইল কোর্টের মাধ্যমে ১২হাজার টাকা জরিমানা করে মৌখিকভাবে দাঁতের চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু তাহের উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভ’মি) রোকনুজ্জামান খান সকলের সহযোগীতা কামনা করে বলেন-জনস্বার্থে আমাদের অভিযান চলমান থাকবে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।