জামালপুর সংবাদদাতা : আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ মির্জা আজম এমপি বলেছেন-দুস্কৃতিকারি-সুবিধাবাদি ও দলীয় শৃংখলা ভঙ্গকারিদের জন্য আওয়ামী লীগ নয়।
বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে শেখ হাসিনা ভালো লোক, ভালো নেতৃত্ব তৈরির উপর গুরুত্বারোপ করেছেন।
সৎ-আদর্শ-দেশপ্রেমিক-ত্যাগী নেতা-কর্মীদের আওয়ামী লীগের যাত্রা শুরু হয়েছে। আওয়ামী প্রজন্মকেই এই ধারা অব্যাহত রাখতে হবে।
মির্জা আজম ৯জানুয়ারি সন্ধ্যায় আদ্রা ইউনিয়ন আ’লীগের ত্রি-বর্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ইউনিয়ন আ’লীগের আহবায়ক সাখাওয়াত হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন-জেলা আ’লীগের সভাপতি এড. বাকিবিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, পৌরমেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজি দিদার পাশা, উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো: জিন্নাহ মিয়া, আদ্রা ইউপি চেয়ারম্যান ফজলুল করিম ফরহাদ এবং সাবেক যুবলীগের সাবেক সভাপতি মির্জা হালিম প্রমুখ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।