উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করায় পৌরসভার সাবেক মেয়র ও বর্তমান বিদ্রোহী মেয়র প্রার্থী বেলাল হোসেনকে দলের সকল পদ থেকে বহিস্কার করেছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বেলাল হোসেন উল্লাপাড়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিএনপি’র মনোনয়নে দু’বার মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার দ্বিতীয় দফার পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে না-পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদ জানান, দলীয় শৃংখলা পরিপন্থী সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপি’র গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বেলাল হোসেনকে বিএনপির সকল পদ ও দায়িত্ব থেকে কেন্দ্রীয় বিএনপি বহিস্কার করেছে।
দল থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত হয়েও মেয়র প্রার্থী বেলাল হোসেন মুঠোফোনে বলেন এটা দলের গঠনতন্ত্রের নিয়মতান্ত্রিক নিয়ম।
আগামী ১৬ জানুয়ারি উল্লাপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে আওয়ামীলীগ একক প্রার্থী দিলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে ছিল দল। সাংগঠনিকভাবে বিদ্রোহী প্রার্থী বেলালকে নির্বাচন থেকে বিরত রাখতে ব্যর্থ হয়ে তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেয় বিএনপি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।