জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে মহান একুশে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে রাত ৮টায় মির্জা আজম অডিটোরিয়ামে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় ভাষা আন্দোলনে আঞ্চলিক প্রেক্ষাপট শীর্ষক প্রধান আলোচক ছিলেন-দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহ্ জামাল।
ইউএনও তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. ইউনুছ আলী ও একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম প্রমুখ।
পরে শিল্পকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একুশের গান পরিবেশন করে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।