সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে গত রবিবার ১ শত ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
জানা যায়, গত রবিবার কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার মৃত জাবেদ ভূইয়া’র ছেলে মো. সোহেল ভূইয়া(৩৬) ও একই উপজেলার শনক মাদবপুর গ্রামের মো. হোসেন আলী উরফে হোসেনী’র ছেলে আকিজুর রহমান উরফে আরিফুল(৩৫) কে সানন্দবাড়ী হাইওয়ে রাস্তায় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সুত্রে অভিযান চালিয়ে ১শত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায়, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।