বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংঘের সিড্স প্রকল্পের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২১ ফেব্রæয়ারি রোববার মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
সিড্স প্রকল্পের কর্ম এলাকা সাধুরপাড়া ,ধানুয়া কামালপুর ও মেরুরচর ইউনিয়নের ৬ টি প্রাক প্রাথমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা , কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্য, দলীয় নেতৃবৃন্দ, স্থানীয় পর্যায়ের সংলাপ কিশোরী গণ বিভিন্নভাবে সহযোগিতা করেন।
দিশারী প্রাক প্রাথমিক বিদ্যালয়, বন্ধন প্রাক প্রাথমিক বিদ্যালয় শিশুকলি প্রাক প্রাথমিক বিদ্যালয়, শিশু কানন প্রাক প্রাথমিক বিদ্যালয়, প্রভাতী প্রাক প্রাথমিক বিদ্যালয় ও বর্ণমালা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহান শহিদ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।