কুড়িগ্রামে জেলা স্কাউট এর ত্রি-বার্ষিক সম্মেলন

S M Ashraful Azom
0
কুড়িগ্রামে জেলা স্কাউট এর ত্রি-বার্ষিক সম্মেলন


ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে জেলা স্কাউট এর ত্রি-বার্ষিক সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। 

২৩ ফেব্রæয়ারী’২১ইং জেলা প্রশাসক-এর স্বপ্নকুড়ি হলরুমে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম এর সভাপতিত্বে সম্মেলনে জেলার প্রবীণ স্কাউটাররা বক্তব্য রাখেন। পদাধিকারে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমকে সভাপতি, সর্বসম্মতিক্রমে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মোঃ শামছুল আলমকে কমিশনার, মোঃ মোশারফ হোসেন ফারুককে সম্পাদক, সুলতানা আজুমা হককে কোষাধ্যক্ষ ও কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান, মোঃ শাহাবুদ্দিন, কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে সহ-সভাপতি মনোনিত হয়েছে। জেলার ৭২ জন কাউন্সিলর এই সম্মেলনে অংশ গ্রহণ করে। সদ্য মনোনিত কমিশনার মোঃ শামছুল আলম বলেন- কুড়িগ্রাম জেলার স্কাউটাররা আমাকে কমিশনার মনোনিত করায় আমি সকলের নিকট কৃতজ্ঞতা স্বীকার করছি। আগামী ৩ বছরের মধ্যে স্কাউট থেকে পিছিয়ে পড়া প্রতিষ্ঠানগুলোকে স্কাউটের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করবো। জেলা স্কাউটকে সর্বমহলে পরিচিত করার জন্য সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করবো। সদ্য মনোনিত সম্পাদক মোঃ মোশারফ হোসেন ফারুক বলেন- জেলা স্কাউটের বর্তমান অবস্থান থেকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে নিয়ে যাবো। জেলা স্কাউটকে আরো বেগবান করতে আমি সবার সুপরামর্শ কামনা করছি।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top