জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রেনে কাটা পরে হাসি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে শহরের কোর্ট স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত হাসি বেগম (৩৫) শহরের পাথালিয়া এলাকার ওমর আলীর (৪৫) স্ত্রী।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, দুপুরে জামালপুর কোর্ট স্টেশনের অদূরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসি বেগমের, এ সময় সে রেল লাইনে বসেছিল।
দুর্ঘটনায় নিহতের দেহ ছিন্ন বিছিন্ন হয়ে গেছে। হাসি বেগমের ৩ ছেলে ও ২ মেয়ে সন্তান রয়েছে, তার স্বামী একজন সিএনজি চালক।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।