করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কর্মসূচি নিচ্ছে পুলিশ

S M Ashraful Azom
0
করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কর্মসূচি নিচ্ছে পুলিশ


সেবা ডেস্ক: সারাদেশে প্রাণঘাতি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার জন্য জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করছে বাংলাদেশ পুলিশ।

বৃহস্পতিবার রাজারবাগে অডিটরিয়ামে কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আইজিপি বলেন, দেশে চলমান যে অর্থনৈতিক কর্মকাণ্ড তা চালিয়ে নিতে হবে এবং জীবনযাত্রার ধরন অব্যাহত রাখতে হবে। এজন্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

তিনি আরো বলেন, ‘মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ’ এ স্লোগান সামনে নিয়ে ২১ মার্চ থেকে দেশব্যাপী জনগণকে মাস্ক পরায় উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করছে পুলিশ। মাস্ক পরতে অনুপ্রেরণা ও উদ্বুদ্ধ করাই এ কর্মসূচির লক্ষ্য। সম্প্রতি করোনার ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতেই  এ কর্মসূচি নেয়া হচ্ছে।

ড. বেনজীর আহমেদ বলেন, ঘর থেকে বের হলেই মাস্ক ব্যবহার করতে হবে। নিজের, নিজের সন্তান, পরিবার ও বয়স্ক নাগরিকদের কথা চিন্তা করে সবাইকে মাস্ক পরতে হবে। 

তিনি বলেন, মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সারাদেশের কমিউনিটি ও বিট পুলিশ কাজ করবে। প্রয়োজনে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হবে।

বেনজীর আহমেদ বলেন, যেকোনো সভা-সমাবেশ পরিহার করতে পারলে ভালো। সভা যদি করতে হয় তাহলে স্বাস্থ্যবিধি মেনে করতে হবে। বঙ্গববন্ধুর জন্মশতবার্ষিকীতে অতিথি ছিল মাত্র ৫০০জন। সেখানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানা হয়েছে।

তিনি আরো বলেন, যেকোনো মূল্যে মাস্কবিহীন বেপরোয়া চলাফেরা নিয়ন্ত্রণ করতে হবে। এটা না করতে পারলে অবস্থা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দিকে মোড় নিতে পারে, যা কাম্য নয়।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top