সেবা ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল বুধবার (১৭ মার্চ) সারাদেশের সব মার্কেট ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সূত্র জানায়, দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান ছাড়া সারাদেশের সব মার্কেট-দোকান বন্ধ থাকবে।
এর আগে শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি এক সভায় বসে।
সভায় ১৭ মার্চ সারাদেশের দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
পরদিন রোববার সিদ্ধান্তটির ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যবসায়িক এ সংগঠনটি।
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, ১৭ মার্চ সব বিপনীবিতান বন্ধ থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।