শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বাঙালির জাতির জনক স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১-তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
আজ বুধবার ১৭ মার্চ সকালে তপোতধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয় এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা,সহকারী কমিশনার (ভূমি) সিগ্ধা দাস,জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু জাফর, ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফোরকান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগড়, ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহীদুল ইসলাম জুমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আগা সাইয়ুম, মহিলালীগ নেত্রী শিউলি বেগম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মফিজ উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা প্রফেসর, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে খতমে কোরআন, দোয়া মাহফিল, চিত্রঙ্কন প্রতিযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়াও সমগ্র উপজেলার ওয়ার্ডে দোয়া অনুষ্ঠিত হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।