জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানু বলেছেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণরাই সমাজকে সুস্থ ও সুন্দর রাখতে পারে।
পড়াশুনার পাশাপাশি খেলাধুলা করা খুবই জরুরী, কেননা এর মাধ্যমে যুবকরা মাদক, অন্যায় ও অপরাধ থেকে নিজেদের দুরে রাখতে পারে।
মঙ্গলবার রাতে শহরের পাথলিয়ায় প্রগতি ছাত্র সংঘ আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগীতার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পৌর মেয়রের দায়িত্ব নেয়ার পর জামালপুরে খেলাধুলার একটি সুন্দর পরিবেশ তৈরি করা হবে। বিভিন্ন প্রকার খেলাধুলার মাধ্যমে জামালপুরকে এগিয়ে নিতে জেলার ক্রীড়াবিদদের নিয়ে একটি সুদুরপ্রসারী পরিকল্পনা তৈরি করা হচ্ছে।
প্রগতী ছাত্র সংঘের আয়োজনে মো. আইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিএসএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু প্রমুখ।
ব্যাডমিন্টন প্রতিযোগীতায় মোট ১৬টি দলের মধ্যে ফাইনালে উঠে আকরাম ও বাদলের দল। খেলায় আকরামের দল বিজয়ী হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।