বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বশেফমুবিপ্রবি'র কর্মসূচী

S M Ashraful Azom
0
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বশেফমুবিপ্রবি'র কর্মসূচী


জামালপুর প্রতিনিধি: জামালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয় দিনের কর্মসূচী ঘোষণা করেছে। 

মঙ্গলবার বিকেলে শহরের দেওয়ানপাড়াস্থ বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচী ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ। উপাচার্য বলেন, হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে বৃক্ষরোপন, মাছের পোনা অবমুক্তকরণ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে স্বারকগ্রন্থ প্রকাশ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গ্রন্থ প্রকাশ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উল্লেখযোগ্য। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৭ই মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত নয় দিনের কর্মসূচী হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয়। কর্মসূচীর মধ্যে ১৭ই মার্চ জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগীতা, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল। ১৮ই মার্চ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর আলোচনা সভা, ১৯ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক পরিবেশনা, ২০ মার্চ ক্রীড়ানুষ্ঠান, ২২ মার্চ সেমিনার, ২৩ মার্চ আলোচনা সভা, ২৪ মার্চ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, ২৫ মার্চ কালরাতে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন ও পুষ্পস্তবক অর্পণ এবং ২৬ মার্চ আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হিজবুল্লাহ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।    
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top