কালিয়াকৈর প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে কালিয়াকৈরের সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ।
র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়েছে।
বুধবার সকাল দশটায় র্যালী শেষে কলেজ ভবন অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান।
তিনি বলেন, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার অবিসংবাদিত মহান নেতা। তিনি দেশ ও মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।
অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। যিনি অসাধারণ শুধু সাহসিকতার জন্য নয়, শুধু আপসহীনতার জন্য নয়, সমগ্র জাতির আকাঙ্খা ও মুক্তির স্বপ্ন হৃদয়ে ধারণ করেছিলেন। সমগ্র জাতির স্বপ্নকে তিনি নিজের স্বপ্ন বলে মনে করেছিলেন। যার ফলে আপামর জনতা এই দিনে মহান এ নেতাকে গভীরভাবে স্মরণ করে থাকে।"
প্রতিষ্ঠানের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অন্যান্য জনের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল জি বারেক তারেক, মোঃ রেজাউল করিম, সাজিয়া আফরিন, মোঃ মতিউর রহমান, লক্ষ্মণ সাহা প্রমূখ। বক্তাগণ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম ও দেশের স্বাধীনতায় তাঁর অবদান তুলে ধরেন।
আলোচনা পরবর্তীতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে সাংস্কৃতিক পর্ব আরম্ভ হয়। এসময় গান পরিবেশন করেন বিপুল রানা সরকার ও রাজু আহমেদ ও লাবনী আক্তার।
উল্লেখ্য যে, ১৯২০ সালের ১৭ মার্চ তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের জন্ম। তাঁর বাবা শেখ লুৎফর রহমান এবং মাতা সায়েরা খাতুন। চার বোন, দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর ডাক নাম ছিল খোকা।



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।