কাজিপুর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের কাজিপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন একটি আনন্দ র্যালি বের করে। (১৭ মার্চ) দুপুরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাজিপুর আসনের এমপি তানভীর শাকিল জয় ।
এসময় উপজেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দও পুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বি করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বক্তব্য রাখেন।
এসময় কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান, উপজেলায় কর্মরত কর্মকর্তাগণ ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মাঠে মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।



খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।