যশোরে নারীদের ই-মার্কেটিং প্রশিক্ষণ

S M Ashraful Azom
0
যশোরে নারীদের ই-মার্কেটিং প্রশিক্ষণ


যশোরে শুরু হয়েছে ই-মার্কেটিং/ই-কমার্স এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ফর দ্যা এসএমসিআই শীর্ষক বিনামূল্যে এক প্রশিক্ষণ কর্মশালা। 

এটি যৌথভাবে আয়োজন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প এবং অরোরা এন্ড কোং। শনিবার সকালে জেলার প্রেসক্লাব মিলনায়তনে ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ শুরু হয়। 

কর্মশালাটিতে ২৫ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। এতে ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবসা শুরু, বাজার সম্প্রসারণ, উদ্যোক্তা পোর্টফোলিও তৈরী, ঋণ লাভ, ই-কর্মাস ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে পণ্যের পেইজ তৈরী এবং বিপননসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের বাজারজাত করণের যাবতীয় বিষয় বিনামূল্যে শেখানো হচ্ছে। 

এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ হুসাইন শওকত। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিবের যশোর জেলা প্রেসিডেন্ট মোঃ সাকির আলি। 

এছাড়া উপস্থিত ছিলেন প্রিজম প্রকল্পের সিনিয়র এক্সপার্ট ফেরদৌস আহম্মেদ, অরোরা এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক মো: কামরুজ্জামান এবং প্রিজম প্রকল্পের ব্যবস্থাপক পিয়াস ভট্টাচার্য। এটি চলবে ৩১ই মার্চ পর্যন্ত।
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top