রফিকুল আলম,ধুনট (বগুড়া): ফারুক আহম্মেদকে আহ্বায়ক ও সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে বগুড়ার ধুনট পৌর কৃষকলীগের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
দলের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ধুনট উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন, মারুফ সরকার, রুস্তম আলী, ফরিদ উদ্দিন, রামিম হাসান, বিশা হোসেন, রাব্বি ইসলাম, সালাম প্রামানিক, রাজ আহম্মেদ, শরিফুল ইসলাম ও সেলিম।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ মাসের মধ্যে ৯টি ওয়ার্ড সহ পৌরসভার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য উক্ত আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।