টঙ্গী সংবাদদাতা : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল বলেন, বিএনপি শুধু কথা বলেই কাজে নয়, আর আমরা আওয়ামীলীগ সরকার কাজে বিশ^াসী।
স্বাধীনতার মাসে সকল শহীদদের স্মরণ করে মন্ত্রী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল।
উন্নয়নের ধারাবাহিকতায় শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়নে সারাদেশে ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।
গতকাল সোমবার টঙ্গীর আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন এর ভিত্তিপ্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল এসব কথা বলেন।
আরিচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুক মিলনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, টঙ্গী থানা শিক্ষা কর্মকর্তা শিখা বিশ^াস, থানা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর শামীমা জাহান শারমীন, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, হুমায়ুন কবির বাপ্পি প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।