কালিয়াকৈরে বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা

S M Ashraful Azom
0
কালিয়াকৈরে বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা


কালিয়াকৈর প্রতিনিধি: বাংলার গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুরী গ্রামে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। প্রতি বছর এই সময়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এমন আয়োজন করেন এলাকাবাসী।

রোববার (১৪ মার্চ) বিকেলে স্থানীয় তরুণদের উদ্যোগে উপজেলার ফুলবাড়িয়ার মোথাজুরী এলাকার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্য দেখতে ছুটে আসেন দূর-দূরান্তের মানুষ। ঘোড়ার পিঠে চাবুক হাতে প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়াসওয়াররা। অংশগ্রহণকারী সবার জন্যই ছিল বিশেষ পুরস্কার। ঘোড়া দৌড় উপলক্ষে মাঠে পসরা সাজিয়ে বসেন খাবারের দোকানিরা।

এ সময় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মো. রফিকুল ইসলাম বাবুল। আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী,  ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম মিয়া, ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. রাজ্জাক মাস্টারসহ বিভিন্ন নেতাকর্মীরা।


প্রতিযোগিতায় বিজয়ী তোফাজ্জল নামে এক ঘোড়া মালিক বলেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেই। অনেক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি। সেই ধারাবাহিকতায় আজও বিজয়ী হলাম। শারীরিক অবস্থা যতদিন ভালো থাকবে, ততদিন ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চাই।

ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজনকারী মুক্তার মান্নান বলেন, ভালোলাগা আর গ্রামীণ ঐহিত্যবাহী টিকিয়ে রাখতে এমন আয়োজন করেছি। আগামীতেও আরও বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top