টঙ্গীতে অটো ড্রাইভারকে মারতে বাধা দেওয়ায় পুলিশকে পেটালেন ডাক্তার

S M Ashraful Azom
0

টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে পুলিশকে পেটালেন সরকারি হাসপাতালের ডাক্তার এবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসক কতৃক পুলিশের এক এটিএসআই কে প্রকাশ্যে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার দুপুর ২ঘটিকার সময় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ফটকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ফটকে সামনে দিয়ে চিকিৎসক ডাঃ মাসুদ রানা যাওয়ার পথে একটি ব্যাটারি চালিত রিক্সার সাথে ধাক্কা লাগে। এসময় ডাঃ মাসুদ রানা ওই রিক্সা চালককে হাসপাতালের প্রধান ফটকের সামনে বেধরক মারধর করতে থাকে। 

এই দৃশ্য দেখে ঘটনাস্থলে ডিউটিরত ট্রাফিক পুলিশের এটিএসআই সাইফুল ইসলাম এগিয়ে এসে মারামারি বন্ধ করার চেষ্টা করলে ডাঃ মাসুদ রানা উত্তেজিত হয়ে পুলিশ সদস্যের হামলা করে। এমন খবর ছড়িয়ে পড়লে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। 

এ সময় পুলিশের সামনেই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ হোসেন উত্তেজিত হয়ে পুলিশকে উদ্যেশ্য করে গালাগালি করে এবং হাসপাতালের সকল কার্যক্রম বন্ধের হুমকি দেয়। 

অপরদিকে ডা: মাসুদ রানা জানান, আমার গাড়ীতে অটোরিক্সা থাক্কা লাগাতে ড্রাইভারকে মারধর করেছি সত্য। কিন্তু ট্রাফিক পুলিশ আমার উপর লাঠিচার্জ করে আহত করে। 

এ ঘটনায় পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে আপোষ নিষ্পত্তির রফাদফা চলছে এই রিপোর্ট লেখা পর্যন্ত।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top