সেবা ডেস্ক: বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, করোনার ভাইরাসের সংক্রমণ আবার বাড়লেও নতুন করে লকডাউন দেয়ার চিন্তা নেই সরকারের।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়কালে তিনি এ তথ্য জানান।
ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, কঠোর লকডাউনের বিষয়ে আমাদের কোনো নির্দেশনা দেয়া হয়নি।
তবে আগের যে স্বাস্থ্যবিধি ছিল, সেগুলো বেশি বেশি করে মানা, সেগুলো প্রচার করা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের নির্দেশনা দেয়া হয়েছে যে, রেস্তোরাঁ, পরিবহনে ভিড় এড়ানো, সবাইকে মাস্ক পরানো ও পর্যটন কেন্দ্রগুলোয় যেন লোকজন ভিড় না করে।
প্রসঙ্গত, গত বছর করোনার প্রকোপ বাড়তে শুরু করলে মার্চের শেষ দিকে দেশে ‘লকডাউনের’ বিধিনিষেধ শুরু হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।