লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দূর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ূ পরিবর্তন অভিযোজন এর আলোকে প্রতিবন্ধি আইন অধিকার তাৎপর্য পূর্ণ অংশ গ্রহন ও কার্যকর সম্পৃক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট আয়োজনে বিআরডিবি হল রুমে এই কর্মশালার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন ।
রেড ক্রিসেন্ট সোসাইটির উপ পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন চৌধুরীর সভাপতিত্বে এতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম আবু তাহের,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আঃ আলীম, সমাজসেবা কর্মকর্তা রহুল আমীন,মৎস কর্মকর্তা কামরুজ্জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু রেড ক্রিসেন্ট সোসাইটির জামালপুর জেলা কর্মকর্তা মোঃ কামাল হোসেন,সহকারী প্রোগ্রাম অফিসার শাহাদত হোসেন রানা বক্তব্য রাখেন্।
বক্তারা দূর্যোগ ঝুঁকিহ্রাস ও জলবায়ূ পরিবর্তন অভিযোজন এর আলোকে প্রতিবন্ধি আইন অধিকার তাৎপর্য পূর্ণ অংশ গ্রহন ও কার্যকর সম্পৃক্তকরণ বিষয়ক বিভিন্ন দিক উপস্থাপন করেন। কর্মশালায় সরকারী ও বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।