কুড়িগ্রাম জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিকদের প্রতিবাদ সভা

S M Ashraful Azom
0
কুড়িগ্রাম জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিকদের প্রতিবাদ সভা


ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা কেন্দ্রীয় বাসটার্মিনালে মঙ্গলবার ১৬ মার্চ সকালে পরিবহন শ্রমিকদের আয়োজনে শ্রমিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের বর্তমান কমিটির মেয়াদ ৬ মাস অতিবাহিত হলেও নতুন কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভা আহŸান না করার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়। 

শ্রমিক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন-৩১৪ এর সভাপতি মজিদুল ইসলাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাচ্চু, সড়ক সম্পাদক মফিজল ইসলাম, প্রাক্তন শ্রমিক নেতা চাঁন মিয়া, আবু মোতালেব বাচ্চা, মোস্তফা কামাল, আফজাল হোসেন ও ইয়াকুব আলী প্রমূখ। 

এ শ্রমিক প্রতিবাদ সমাবেশে বক্তারা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জরুরী ভিত্তিতে সাধারণ সভা আহŸান করে নির্বাচনী তফশীল ঘোষণার দাবি জানায়। 

এ সময় কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার শ্রমিকদের উদ্দেশ্যে বলেন- করোনাজনিত কারণে শ্রমিক ফান্ডে অর্থ সংকট থাকায় সাধারণ সভার আহŸান করা হয়নি। তবে শ্রমিকদের দাবির কারণে আগামী রোজার আগেই সাধারণ সভা আহŸান করে কমিটি ভেঙ্গে দেয়া হবে।   



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top