রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আলেক উদ্দিন (৩০) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে।
নিহত আলেক উদ্দিন উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
রবিবার সন্ধ্যার দিকে ধুনট-বাগবাড়ি সড়কের নান্দিয়ারপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আলেক উদ্দিন রবিবার বিকেলের দিকে নিমগাছি এলাকায় এক বাড়িতে ইট ভাঙার কাজ শেষ করে শ্যালো মেশিন চালিত ট্রলিতে চড়ে বাড়ির দিকে রওনা হয়।
পথিমধ্যে নান্দিয়ারপাড়া সড়কে পৌছলে পিছন দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক ধাক্কা দিলে ট্রলির চালক নিয়ন্ত্রন হারিয়ে পড়ে আহত হন। এ সময় স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে আলেক উদ্দিন নিহত হয়।
ধুনট থানার অফিসার ইনাচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, আইনী প্রক্রিয়া শেষে আলেক উদ্দিনের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।