কাজিপুর প্রতিনিধি: করোনা কালের কর্মহীন শতাধিক দুস্থ মানুষকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে শাড়ি, লুঙ্গি বিতরণ করলেন কাজিপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ।
মঙ্গলবার ( ১১ মে) দুপুরে পূর্ব খুকশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল।
তিনি বলেন, মানুষের পাশে সহায় হয়ে দাঁড়াতে পারাটাও ভাগ্যের বিষয়। অনেকেরই টাকা আছে কিন্তু সেটি করতে পারে কয়জন? আজ পারভেজ যেটি করলো সেটি অবশ্যই প্রশংসা পাবার যোগ্য।
এসময় আয়োজক পারভেজ আহমেদ বলেন, ‘ প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম ও আমার প্রয়াত ভাই উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন তালুকদারের আত্মার শান্তি কামনায় এই আয়োজন করা হয়েছে।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আসাদ শেখ প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।