রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় মথুরাপুর ইউনিয়নের হিজুলী কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দূর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে ঔষধ চুরি ও মূল্যবান কাগজপত্র তছনছ করেছে। সোমবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইটার আবু সুফিয়ান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তবে ওই অভিযোগ পত্রে কোন আসামীর নাম উল্লেখ নেই।
অভিযোগ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের ন্যায় সোমবার ক্লিনিকের কার্যক্রম শেষে কার্যালয়ে তালা লাগিয়ে বাসার যায় ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইটার আবু সুফিয়ান। এ অবস্থায় রাতের কোন এক সময় দূর্বৃত্তরা ক্লিনিকের প্রধান দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দূর্বৃত্তরা মূল্যবান কাগজপত্র তছনছ ও ঔষধ চুরি করেছে। মঙ্গলবার সকালের দিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইটার ক্লিনিকে চুরির বিষয়টি টের পেয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।