টঙ্গীতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা উদ্বোধন

S M Ashraful Azom
0
টঙ্গীতে নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা উদ্বোধন


মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর : অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে মাদক, সন্ত্রাস, কিশোরগ্যাং, নারীর প্রতি ভায়লেন্স, ডিজিটাল নিরাপত্তা, প্রযুক্তি হিসেবে ১০ মে গাজীপুর টঙ্গীর পশ্চিম থানাধীন ৫২নং ওয়ার্ড তিলারগাতী এলাকায় ৫০টি সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক তরুণ উদ্যোক্তা রুবেল মন্ডলের সার্বিক তত্ত্ববধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার অপরাধ দক্ষিণ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ কমিশনার হাসিবুল আলম, সহকারী পুলিশ কমিশনার পিযুষ চন্দ্র দে।

এ সময় প্রধান অতিথি বলেন, সিসি ক্যামেরা স্থাপন উদ্যোগ বর্তমান সময় উপযোগী এবং এর ফলে অত্র এলাকার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। এসকল ক্যামেরার মাধ্যমে পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারী করা সহজ হবে। সন্ত্রাস, মাদক, কিশোরগ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়লেন্স দূর করতে সক্ষম হবে বলে মনে করি। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ কাজ করবে। অপরাধীরা অপরাধ কর্ম ঘটাতে কিছুটা বেগ পাবে। অপরাধ সংঘটিত হলে পুলিশ তদন্ত কাজে সহজতর হবে এবং এর সুফল এলাকাবাসী ভোগ করতে পারবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং থাকবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকান্ড দমন করা আমাদের উপর অর্পিত দায়িত্ব। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আজকে তিলারগাতী এলাকায় বাবর আলী মন্ডল মার্কেট এলাকায় ৫০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এতে করে অত্র এলাকার যে কোন অপরাধ সংঘটিত হলে অতি দ্রুত সময় অপরাধ সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব হায়দার সাদিম, বিশিষ্ট সমাজসেবক জয়নাল আবেদীন, হোসেন আলী মন্ডল।  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top