কাজিপুর উপজেলা চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ করলেন মেয়র

S M Ashraful Azom
0
কাজিপুর উপজেলা চেয়ারম্যানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ করলেন মেয়র


কাজিপুর প্রতিনিধি:   সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর বিরুদ্ধে মিথ্যে সংবাদ প্রচারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কাজিপুর  পৌর ও কান্সিলরগণ।  

সোমবার (১০ মে) দুপুরে কাজিপুর পৌরভবনে  সাংবাদিকদের নিকট মেয়র আব্দুল হান্নান তালুকদার  লিখিত বক্তব্য উপস্থাপন করেন। 

তিনি জানান, সম্প্রতি একটি অখ্যাত অনলাইন পত্রিকায় পর পর দুইদিন তাকে এবং কাজিপুরের বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়কে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়।  

আমি এবং উপজেলা চেয়ারম্যান খলিল একসাথে দীর্ঘদিন রাজনীতি করে আসছি। তার সম্পর্কে আমি অনেকখানি জানি। ব্যক্তিগতভাবে তিনি দলের জন্যে নিবেদিতপ্রাণ একজন নেতা। 

তিনি নিরলসভাবে প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের নির্দেশনা মোতাবেক দলকে পরিচালিত করে আসছেন। সকল উন্নয়ন কর্মকান্ড যখন দ্রæত হচ্ছে তখনি মহল বিশেষ এই অপপ্রচার চালাচ্ছে। কাজেই প্রকাশিত সংবাদের আমি এবং আমার ১২ জন কাউন্সিলর একসাথে এই মিথ্যে সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top