![]() |
| ছবি: সড়ক দূর্ঘটনায় নিহত মাছ ব্যবসায়ী মু. বাদশা |
শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলা প্রধান সড়কে বেপরোয়া ভাবে চলে আসা যাত্রীবাহী সিএনজি চালিত হযরত তাহের শাহ রহঃ এক্সপ্রেস নামে একটি অটোরিকশা সড়কের এক পার্শ্বে বন্ধ করে রাখা পাইপলাইনের কাজে নিয়োজিত ট্রাকের সাথে ধাক্কা লেগে ধুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় নিহত হয় ১ জন, আহত হয় অন্তত আরো ৩জন।
সোমবার (২৮ জুন) রাত আনুমানিক ১১ টা ৪০ মিনিটের সময় বাঁশখালী প্রধান সড়কে শিলকূপ মনছুরিয়া বাজারের উত্তর পার্শ্বে প্রায় দেড়শ গজ দূরত্বে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল বাংলাবাজার জয়নগর পাড়া এলাকার নজু মিয়ার ছেলে মুহাম্মদ বাদশা (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। অন্যান্য আহতরা হলেন চকোরিয়া উপজেলার বদরখালী এলাকার বেলাল, শাহ জাহান, আবু তাহের।
এ ঘটনায় বেপরোয়া আটোরিকশা চালক পালিয়ে গেলেও সড়কে বন্ধ করে রাখা পাইপলাইনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে বাঁশখালী থানা পুলিশ।
স্থানীয় ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, 'মনছুরিয়া বাজারের উত্তর পার্শ্বে প্রধানসড়ক সংলগ্ন সড়কের পূর্ব পাশে পাইপ লাইনের মালামাল রাখার জায়গায় প্রধান সড়কেই পাইপ লাইনের কাজে নিয়োজিত ট্রাকটি বন্ধ করে রাখা হয়েছিল। এ সময় উত্তর দিক থেকে বেপরোয়াভাবে চলে আসা সিএনজি চালিত আটোরিকশাটি পাইপ লাইনের কাজে ব্যবহৃত গাড়ীর সাথে ধাক্কা লাগে। এতে আটোরিকশাটি ধুমড়েমুচড়ে যায়। অন্ধকারের মধ্যে রাস্তার উপর রাখা পাইপলাইনের ট্রাকটি খেয়াল করতে না পারায় আটোরিকশা চালকের অসতর্কতার কারণে ঘটনাটি সংঘটিত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে ঘটনাস্থল থেকে স্থানীয়রা বাঁশখালী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বাদশা নামের একজন নিহতের খবর পাওয়া যায়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ৩ জন।'
বাঁশখালী উপজেলা হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার রাশেদ উল করিম সুজন জানান, 'গুরুতর আহত অবস্থায় বাদশা নামের একজনকে নিয়ে আসা হলে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।'


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।