শফিকুল ইসলাম: বিকল্প কাজের ব্যবস্থা না করে অটোরিক্সা,ভ্যান,ইজিবাইক বন্ধ করা চলবে না প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করেছে উপজেলা অটোরিক্সা,ভ্যান,ইজিবাইক শ্রমিক সংগঠন।
রবিবার (২৭ জুন) দুপুর ১২ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ চত্বরে ৫ শতাধীক চালকদের অংশ গ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত গাড়ি বন্ধ করার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন। কিšুÍ কর্মসংস্থানের খবর নেই বন্ধ করবেন ইজিবাইক এটা আমরা মানিনা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ইজিবাইক শ্রমিক সংগঠনের বাসদ সমন্বয়ক (মার্কবাদী) মহির উদ্দিন, সহসভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম, ,ছাত্রনেতা এরশাদুল হকসহ আরো অনেকেই।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।