উল্লাপাড়া প্রতিনিধি: পারিবারিক গোলযোগের জের ধরে ঘরে ডেকে নিয়ে দেবরের লিঙ্গ কেটে দিলেন ভাবি। ঘটনাটি ঘটেছে রোববার রাত ১০টার দিকে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া রতনদিয়ার গ্রামে। দেবর আকরাম হোসেনকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই গ্রামের আব্দুল কাদেরে ছেলে নবির হোসেনের স্ত্রী মমতা খাতুন এই ঘৃন্য ঘটনা ঘটিয়েছেন। থানায় শ্বশুর বাদী হয়ে পুত্রবধুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আব্দুল কাদের সোমবার উল্লাপাড়া মডেল থানায় তার পুত্রবধু মমতা খাতুনের বিরুদ্ধে দেওয়া অভিযোগ পত্রে উল্লেখ করেছেন, বেশকিছুদিন ধরে তার বড় ছেলে নবীর হোসেন ও ছোট ছেলে আকরাম হোসেনের মধ্যে পারিবারিক নানা বিষয়ে গোলযোগ চলে আসছিল। এই গোলযোগের জের ধরে রোববার রাত ১০টার দিকে মমতা খাতুন মোবাইল ফোন সেরে দেবার কথা বলে তার দেবরকে নিজের ঘরে ডেকে নেয়। এসময় তার স্বামী না থাকায় পূর্ব পরিকল্পিতভাবে ঘরে রাখা কাস্তে দিয়ে সে তার দেবর আকরামের পুরুষাঙ্গ কেটে দেয়। লিঙ্গের চার ভাগের প্রায় তিন ভাগ অংশ কেটে গেছে। গুরুতর অবস্থায় আকরাম হোসেনকে প্রথমে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থা খারাপ হলে সোমবার সকালে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আকরামের অবস্থা গুরুতর। আব্দুল কাদের মমতা খাতুনের বিরুদ্ধে আইনী সব ধরনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) পুত্রবধুর বিরুদ্ধে শ্বশুরের করা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।