রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে অটোরিকশা চালকের বসতবাড়ি ও দোকন ঘর ভাংচুর করেছে। এ ঘটনায় ৮ জন আহত হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাতেই দায়ের করা মামলার প্রধান দুই আসামী বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বড়িয়া গ্রামের এলাহী বক্সের ছেলে বাদশা সরকার (৬০) ও তার ছেলে আশিক মাহমুদ (৩২)।
রোববার দুপুরের পর ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার রাতে অটোরিকশা চালকের বাড়িতে হামলা চালানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বড়িয়া গ্রামের অটোরিকশা চালক হেলাল প্রামানিকের সাথে একই গ্রামের বাদশা সরকারের দীর্ঘদিন ধরে বাড়ির জমি নিয়ে বিরোধে রয়েছে। সেই বিরোধের জের ধরে শনিবার রাতে বাদশা সরকার ও তার লোকজন হেলাল প্রামানিকের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা হেলালের বসতবাড়ি ও ২টি দোকানঘর ভাংচুর করেছে। এছাড়া হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে ৮জন আহত হয়েছে।
আহতরা হলো, বড়িয়া গ্রামের আব্দুল গফুরের ছেলে হেলাল প্রামানিক (৪০), শাহা আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), আয়েজ উদ্দিনের ছেলে ভুলু প্রামানিক (৫৫), আব্দুল মজিদের ছেলে আরিফুল ইসলাম (৩৫), মেছের আলীর স্ত্রী রুপালী খাতুন (২৬), মোজাহার আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০), জহুরুল ইসলামের ছেলে উজ্জল হোসেন (১৭) ও শাহার আলীর ছেলে আবু তাহের (২৮)।
আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে হেলাল প্রামানিক বাদি হয়ে বাদশা সরকার সহ ১৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে সহিংস ঘটনা ঘটেছে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।