উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর এলাকার লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান। কুড়ে খাচ্ছে এলাকাবাসীর ছুড়ে দেয়া খাবার। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বড়হর ইউনিয়নের পূর্ব দেলুয়া গ্রামের বিভিন্ন স্থানে হনুমানটিকে ঘুরে বেড়াতে দেখা গেছে। দীর্ঘ লেজ বিশিষ্ট এই হনুমানটির মুখ, হাত ও পা কালো কুচকুচে।
বড়হর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে আজ শনিবার পর্যন্ত হনুমানটি হঠাৎ করে আবির্ভাব হয়ে এলাকার বিভিন্ন মহল্লায় ঘুরে বেড়াচ্ছে। দ্রæত গ্রামের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানো হনুমানকে এক পলক দেখতে এলাকাবাসি ও উৎসক জনতা ব্যাপক ভিড় জমাচ্ছে। স্থানীয় লোকজন কলা বা ফলমূল দিলে তা কুড়িয়ে খাচ্ছে এবং তার অঙ্গ ভঙ্গি ও চলাফেরা দেখে সাধারন মানুষ বিনোদনের খোড়াক জমাচ্ছে।
রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, লেজ বড়, হাত-পা ও মুখ কালো এই হনুমানটিকে বাংলায় মুখপোড়া বা লালচে হনুমান বলা হয়। এটির ইংরেজী নাম চ্যাপিট ল্যাংগুর ইভ চ্যাপিট মানকি ও বৈজ্ঞানিক নাম ট্যাচিপিথিকাস পিলিটাস। এরা সাধারণত দলবদ্ধ প্রাণি। যে কোন কারণে দলছুট হয়ে হনুমানটি লোকালয়ে ঢুকে পড়েছে। এটিকে কোনভাবেই খাবারও দেয়া যাবে না। লোকালয়ে পর্যাপ্ত খাবার পেলে সেই স্থান দিয়েই বেশি ঘুরঘুর করবে এবং নিজের দলের সন্ধানে যাবে না। খাবার না পেলে এক সময় ঘুরতে ঘুরতে নিজের দলে ফিরে যাবে।
তিনি আরও বলেন, এই প্রাণিটিকে উত্যক্ত করলে মারাত্বক হয়ে উঠতে পারে। তাই একে ঢিল ছোঁড়া বা লেজ ধরে টানাটানি করার মতো কাজ করা যাবে না।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।