পাবনার নগরবাড়িতে লকডাউন অমান্য করে চেয়ারম্যানের শোডাউন

S M Ashraful Azom
0
পাবনার নগরবাড়িতে লকডাউন অমান্য করে চেয়ারম্যানের শোডাউন



স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিন বৃহস্পতিবার (১ জুলাই) সরকারি নির্দেশনা অমান্য করে পাবনার নগরবাড়িতে আওয়ামী লীগের দুই চেয়ারম্যানের বিশাল মোটরসাইকেল শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি জেনেও আইনগত ব্যবস্থা নেয়নি উপজেলা প্রশাসন। ভিডিও দেখে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন স্থানীয়রা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কঠোর বিধিনিষেধের প্রথম দিন দুপুরে বেড়া উপজেলা চেয়ারম্যান ও জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক বাবু এবং সাধারণ সম্পাদক রুপপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম উজ্জ্বলের নেতৃত্বে কয়েকটি মাইক্রোবাসসহ প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে নগরবাড়ি এলাকায় শোডাউন করে। 

কঠোর বিধিনিষেধের মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া বের হলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি যদি লকডাউন না মেনে সংক্রামণ ছড়ায় তাহলে ২৪ (২) ধারা মতে ভ্রাম্যমাণ আদালত তাকে এক লাখ টাকা জরিমানা বা ছয় মাসের জেল দিতে পারবে অথবা বা উভয় দন্ডে দন্ডিত করতে পারবেন। এছাড়া আইনের ২৫ (৩) ধারা অনুযায়ী, সংক্রামণ নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে কোনো ব্যক্তি যদি দায়িত্ব পালনে বাধা প্রদান করেন বা নির্দেশ পালনে অসম্মতি জ্ঞাপন করেন তাহলে তাকে তিন মাসের জেল বা ৫০ হাজার টাকা জরিমানা করতে পারেন।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, শুধু লকডাউন অমান্য করেনি, জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে অসম্মান করেছে দুই চেয়ারম্যান। লকডাউনে বাজারে এবং রাস্তায় প্রশাসনের কঠোর নজরদারি এবং ভ্রাম্যমান আদালতের কঠোরতা থাকার নির্দেশনা থাকলেও তাদেরকে মাঠে দেখা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেই আওয়ামী লীগের দুই চেয়ারম্যান বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে বলে অনেকে মন্তব্য করেন। 

নগরবাড়ি বাজারের দুই দোকানি বলেন, তাদের জন্য কি লকডাউন নেই ? লকডাউনে ঘর থেকে বের হতে সরকার নিষেধ করেছে। কষ্টে থাকলেও সরকারের নির্দেশনা মেনে দোকান বন্ধ রেখেছি। আর আওয়ামী লীগের দুই চেয়ারম্যান আনন্দ করছে, তারা লকডাউন অমান্য করে সরকারের সিদ্ধান্তকে অসম্মান করেছে। তবুও ইউএনও চুপ কেন? প্রশ্ন স্থানীয়দের।

এ প্রসঙ্গে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী বলেন, সংবাদকর্মীরা ফোন করে বিষয়টি জানিয়েছে। কিন্তু আমি জানিনা। যেহেতু আমি জানিনা, তাই আমার করণীয় নেই।

তবে মুঠোফোনে যোগাযোগ করা হলে পাবনার বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু এবং রুপপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসেম উজ্জ্বলের মন্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top