কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের স্ত্রীর সুস্থতা কামনায় খাসরাজবাড়ী ইউনিয়নে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২ জুলাই) ইউপি চেয়ারম্যান ও খাসরাজবাড়ী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলামের আয়োজনে পবিত্র জুমার নামাজ শেষে এই দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের আত্মার শান্তির জন্যে দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, কোরবান আলী, নুরুল ইসলাম, মোকবুল হোসেন, রুহুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক প্রমূখ।
উল্লেখ্য তানভীর শাকিল জয় এমপি’র স্ত্রী সাবরিনা সুলতানা ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।