জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়িতে স্ত্রী সোমা বেগমকে (২৫) গলাটিপে হত্যার মামলা দায়ের হয়েছে। ২জুলাই রাতে নিহতের ভাই জুয়েল মিয়া বাদি হয়ে পাষন্ড স্বামী আল আমিনকে আসামী করে মামলাটি দায়ের করেন।
মামলার বাদি আল আমিন জানান-সোমার বেগমের স্বামী জুয়াড়ি ছিল। ২জুলাই জুয়া খেলে লক্ষাধিক টাকা লোকসান দিয়ে বাড়িতে ফিরে।
এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সোমা বেগমকে গলাটিপে হত্যা করে। এ সময় স্বামী আল আমিন তার স্ত্রীর মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়েছে।
অফিসার ইনচার্জ আ. মজিদ জানান-লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।