রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় যুবলীগের প্রভাবশালী এক নেতার বিরুদ্ধে বিলচাপড়ী আইডিয়াল কলেজের কলেজের প্রধান ফটক ভেঙে অবৈধভাবে বালু বানিজ্যের অভিযোগে উঠেছে। কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বাদি হয়ে থানায় এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাঙালী নদীর তীরে বিলচাপড়ী আইডিয়াল কলেজের অবস্থান। স্থানীয় এলাঙ্গী ইউনিয়ন যুবলীগের সদস্য রবিউল ইসলাম উৎসব ওই কলেজের মাঠের নিকট বাঙালী নদী থেকে খনন যন্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। কলেজ মাঠের পাশে স্তুপ করে রাখা বালু ট্রাকে পরিবহন করা হয়। বালু ভর্তি ট্রাক গুলো কলেজ মাঠের ভেতর দিয়ে যাতায়াত করে থাকে। এতে কলেজ মাঠের ক্ষতি সহ শিক্ষার পরিবেশ ব্যহত হয়।
এ কারণে কলেজ কর্তৃপক্ষ কলেজের প্রধান ফটক তালা দিয়ে বন্ধ করে রাখে। এ অবস্থায় বালু পরিবহনে সমস্যার সৃষ্টি হয়। এতে যুবলীগের নেতা রবিউল ইসলাম ও তার লোকজন ক্ষুব্ধ হয়ে ১৯ জুন কলেজের প্রধান ফটক ভেঙে বালু পরিবহন করে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বাদি হয়ে রবিউল ইসলাম উৎসব সহ ৫জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।
কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, থানায় অভিযোগের পাশাপাশি একই অভিযোগের অনুলিপি বগুড়া জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নিকট দাখিল করা হয়েছে। কিন্ত আজও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ওই যুবলীগ নেতা কলেজের উন্নয়ন কাজেও বাধার সৃষ্টি করেছে।
যুবলীগ নেতা রবিউল ইসলাম উৎসব বলেন, বিলচাপড়ী সরকারি হাটের জায়গা দখল করে কলেজের গেট নির্মান করা হয়েছে। আমি স্থানীয় লোকজনের সহযোগীতায় কলেজের গেট অপসারণের চেষ্টা করেছি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ কর্মকর্তা আবু তাহেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত বলেন, কলেজ কর্তপক্ষের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য থানা পুলিশকে বলা হয়েছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।