লকডাউন কার্যকরে মাঠে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি

S M Ashraful Azom
0
লকডাউন কার্যকরে মাঠে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি
লকডাউন কার্যকরে মাঠে কাজিপুর উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি


কাজিপুর প্রতিনিধি: দেশব্যাপী  করোনা মহামারীর বিস্তাররোধে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসন , জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। 

লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার(১ জুলাই) সকাল  নয়টায় প্রচন্ড বৃষ্টির মধ্যেই উপজেলার বিভিন্ন জনসমাগমস্থলে তারা অভিযান পরিচালনা করেন। এতে করে দোকানপাট, যানবাহন ও এমনিতেই ঘোরাফেরা করা লোকজনের চলাচল বন্ধ হয়ে যায়। 
লকডাউনে বৃদ্ধ মহিলাকে মাস্ক বিতরন
লকডাউনে বৃদ্ধ মহিলাকে মাস্ক বিতরন

কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান,  কাজিপুরে করোনা সংক্রমনের হার দ্রæত বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে আমার অফিসের একজন স্টাফ মারা গেছে। আজকে এসিল্যান্ডের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।  লকডাউন শতভাগ পালন করতেই আমরা মাঠে নেমেছি। 

কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান জানান, আমরা উপজেলার ছালাভরা, ঢেকুরিয়া হাট, পরানপুর হাট, হরিনাথপুর হাট ও বাজার এলাকা, সোনামুখী, শিমুলদাইড়, মেঘাই হয়ে  আলমপুর, সিমান্তবাজার পর্যন্ত গিয়েছি। এসময় হ্যান্ড মাইকে জনগণকে সচেতনবার্তা পৌঁছে দেয়া হয়েছে। 
লকডাউনে গাড়ির কাগজপত্রাদি পর্যবেক্ষন করছে প্রশাসন
লকডাউনে গাড়ির কাগজপত্রাদি পর্যবেক্ষন করছে প্রশাসন

অন্যদের মধ্যে অভিযানে অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীর পারুল, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, কাজিপুর ফায়ার স্টেশন ইনচার্জ ফরিদ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার, সোনামুখী ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী খান, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার প্রমূখ।
 

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top