![]() |
ছবি: মতিন রহমান |
সেবা ডেস্ক: বকশীগঞ্জ পৌরসভা কে আধুনিক পৌরসভা হিসাবে গড়ে তুলতে জামালপুর-০১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের সার্বিক প্রচেষ্টায় বকশীগঞ্জ পৌর এলাকার জলবদ্ধতা নিরসণে ৬ কিলোমিটার ড্রেন নির্মাণ, নিরাপদ পানি সরবরাহ ও পয়ঃ নিস্কাশনের জন্য ৪৮ কোটি টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধিনে বাস্তবায়নাধীন প্রকল্পটি এ বছরের শেষের দিকে শুরু হবে। এতে থাকবে ৩৫ কিলোমিটার এইচডিপি পাইপে পানি সরবরাহ। এতে ৫ হাজার মানুষকে পানি সরবরাহ করার সুযোগ পাবে বকশীগঞ্জ পৌরসভা।
এছাড়া জলবদ্ধতা নিরসনে ৬ কিলোমিটার ড্রেন নির্মান, ১০ পাবলিক টয়লেট ও ২২টি কমিউনিটি টয়লেটও রয়েছে এই প্রকল্পের আওতায়।
এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
এ সময় বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও এমপি আবুল কালাম আজাদের সাবেক এপিএস ইন্জিনিয়ার শফিকুল ইসলাম বিদ্যুৎ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।