রৌমারীতে বিজিবি ও চোরাকারবারি সংঘর্ষ, ফাঁকা গুলি

S M Ashraful Azom
0
রৌমারীতে বিজিবি ও চোরাকারবারি সংঘর্ষ, ফাঁকা গুলি



শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীর শৌলমারী ইউনয়িনরে চরেরগ্রাম সীমান্তে ১০৫৯-১০৬০ নং আন্তর্জাতিক সিমানা পিলারের মাঝামাঝি এলাকায় বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বিজিবি ও চোরাকারবারির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

এদিকে বেগতিক পরিস্থিতি স্বাভাবিক করতে বিজিবি ৭ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। 

এসময় বিজিবির দুই সদস্য আহত হয়।

বিজিবি ও এলাকাবাসি সুত্রে জানা যায়, রাত আনুমানকি সাড়ে ১০ টার  দিকে চোরাকারবারির একটি দল ভারত-বাংলাদেশ ১০৫৯-১০৬০ নং আন্তর্জাতিক সীমান্তের পাশে আড়কির মাধ্যমে কাটাতারের বেড়ার উপর দিয়ে ভারত থেকে গরু ও মাদক পাচার করছিল। 

এসময় গয়টাপাড়া ক্যাম্পের বিজিবির টহলদল তাদের বাধা দিলে চোরাকারবারিরা বিজিবির  উপর অর্তকিত ভাবে হামলা চালায়। 

এসময় অবস্থা বেগতিক দেখে বিজিবির সদস্যরা আত্মরক্ষার জন্য ৭ রাউন্ড গুলি ছুড়ে। পরে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় চোরাকারবারিদের ছুড়া ইটের আঘাতে দুই বিজিবি সদস্য আহত হয়।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চোরাকারবারিরা বিজিবির টহল দলের উপর হামলা চালায় এবং রাইফেলস কেড়ে নেওয়ার চষ্টে করে। 

চোরাকারবারিদের ইটের আঘাতে দুই বিজিবির সদস্য আহত হয়। 

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top