কলকাতা টু ঢাকায় আসছেন কৌশানী মুখার্জী
সেবা ডেস্ক: বাংলাদেশি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে কলকাতা থেকে ঢাকায় আসছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ঢাকায় “পিয়া রে” চলচ্চিত্রের শুটিং শুরু করবেন অভিনয় করবেন কৌশানী।
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ছবির শুটিং সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি অনুমতি পেয়ে গেছেন তারা। রাজধানীর পূবাইল ও চাঁদপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিংয়ে অংশ নেবেন এই টলি তারকা।
পূজন মজুমদারের পরিচালনায় এ চলচ্চিত্রে কৌশানীর বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। এছাড়া আরও থাকছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ দুই বাংলার অভিনেতারা।
উল্লেখ্য, শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ও শামীম আহমেদ রনির পরিচালনায় “লাভ ভেলকি লাগ” ও “ছুটি” নামে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন কৌশানী।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।