উল্লাপাড়ার চাঞ্চল্যকর শিক্ষার্থী গণধর্ষণ মামলায় দুই সহোদর গ্রেফতার
🕧Published on:
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থীর গণধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার চাটমোহর উপজেলার দাঁদ কয়ড়া গ্রাম থেকে উল্লাপাড়ার চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থীর গণধর্ষণ মামলার আসামি দুই সহোদরকে গ্রেফতার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উল্লাপাড়ার স্কুল শিক্ষার্থীর গণধর্ষণ মামলার পলাতক প্রধান দুই আসামিকে পাবনার চাটমোহর উপজেলার দাঁদকয়ড়া গ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাশিনাথপুর গ্রামের বদিউজ্জামান মেজরের দুই ছেলে মাসুদ রানা (২০) ও আব্দুল মাজেদ (২৩)।
এ অভিযানের নেতৃত্ব দেন উল্লাপাড়া মডেল থানার ওসি তদন্ত এনামুল হক। বুধবার সকালে আসামিদের সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার বাদীর অভিযোগ সুত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের স্কুল শিক্ষার্থীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় চাঁদা নেয় ৪ প্রতারক।
প্রথমে ৪০ হাজার টাকা পরে মেয়েটি ভয়েডোরে তার মায়ের গহনা বিক্রি করে আরো ৩০ হাজার টাকা দেয় ওই ৪ প্রতারককে।
শেষে প্রতারক চক্রটি শিক্ষার্থীর কাছে আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে মেয়েটি দিতে অস্বীকার করে।
পরে মামলার আসামি সিরাজগঞ্জ সদর থানার একঢালা গ্রামের আমির হোসেনের ছেলে ইমন সেখ ওই শিক্ষার্থীকে গোপনে ডেকে নিয়ে কুপ্রস্তাব দেয়।
গত ২৭ আগষ্ট রাতে ওই শিক্ষার্থীর পাশের বাড়ীর বাঁশ বাগানে তাকে ডেকে নিয়ে একই গ্রামের হরমুজ প্রামাণিকের ছেলে রাকিব (২৮), বদিউজ্জামানের ছেলে মাসুদ রানা (২১) জোড়পূর্বক পর পর দুইবার ধর্ষণ করে।
এ সময় ওই ধর্ষনের অশ্লীল ভিডিও ধারণ করে আসামি মাসুদের বড় ভাই আব্দুল মাজেদ (২৫)।
এ ব্যাপারে গত ৭ সেপ্টেম্বর শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ৪ প্রতারক চক্রের সদস্যদের নামে ধর্ষণ ও পর্ণ্যগ্রাফী মামলা দায়ের করেন।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।