আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিতে যাচ্ছেন কোহলি!

S M Ashraful Azom
0
আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিতে যাচ্ছেন কোহলি!



সেবা ডেস্ক: সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করেই ভারতের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি জানিয়ে দেন, ভারতকে টি-২০ ফরম্যাটে আসন্ন বিশ্বকাপ শেষে আর নেতৃত্ব দেবেন না। 

এবার গুঞ্জন উঠেছে, এই ফরম্যাট থেকেই অবসর নিতে পারেন তিনি।

বর্তমানে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবারের আসর শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকেও আর নেতৃত্ব দেবেন না কোহলি, তা আগেই জানিয়ে দিয়েছেন। 

এমতাবস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডে (বিসিসিআই) কান পাতলে যা শোনা যাচ্ছে, তাতে আরো একটা চমক হয়তো অপেক্ষা করছে।

গুঞ্জন অনুযায়ী, কোহলি এবার টি-২০ ফরম্যাট থেকেও নিজেকে সরিয়ে নিতে পারেন! 

শুনতে অবাক লাগলেও বাস্তবেই যদি এবার কোহলি জাতীয় টি-২০ দল থেকে অবসর ঘোষণা করে দেন, তাহলে অবাক হওয়ার থাকবে না।

এমনিতেই এখন ক্রিকেটারদের টানা ক্রিকেটের মধ্যে থাকতে হচ্ছে। 

প্রচুর সিরিজের কারণে কেউই বিশ্রামের তেমন একটা সুযোগ পান না। আর টেস্ট ক্রিকেট নিয়ে ভারত অধিনায়কের ভালবাসার কথা কারো অজানা নয়।

কোহলি টেস্ট ক্রিকেট নিয়ে কী রকম আবেগী, সেটা তিনি নিজেও বারবার বলেছেন। 

সূত্র বলছে, ব্যাটিংয়ে আরো বেশি ফোকাস করার জন্য আর ওয়ার্কলোড কমানোর জন্য একটা ফরম্যাট হয়তো ছেড়ে দেবেন কোহলি। 

আর সেটা টি-২০ হওয়ার সম্ভাবনাই বেশি।

২০১৪ অস্ট্রেলিয়া সফরের মাঝে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর ওয়ানডে আর টি-২০ খেলতেন তিনি। 

গুঞ্জন অনুযায়ী, কোহলিও সেই পথ অনুসরণ করতে পারেন। সেক্ষেত্রে তিনি শুধু ওয়ানডে আর টেস্ট খেলবেন।

তবে অবশ্য পুরোপুরি টি-২০ না-ও ছাড়তে পারেন কোহলি। 

আন্তর্জাতিক টি-২০ ছাড়লেও আইপিএলেও হয়তো তাকে দেখা যাবে। শেষ পর্যন্ত গুঞ্জনটি আসলেই সত্য হবে কি না, সেটা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।   


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top