জেএসসি-জেডিসির গ্রেডবিহীন অটোপাস সনদ পাবে শিক্ষার্থীরা
সেবা ডেস্ক: গত বছরের ন্যায় এ বছরও জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষা হবে না। তবে পরীক্ষা না হলেও পাসের সার্টিফিকেট দেওয়া হবে।
সেটি দিয়ে নবম শ্রেণিতে ভর্তি হতে হবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ বলেন, জেএসসি-জেডিসিতে পাবলিক পরীক্ষা নেওয়া না হলেও তাদের পাসের সার্টিফিকেট দেয়া হবে।
সেই সার্টিফিকেট নিয়ে তারা নবম শ্রেণিতে ভর্তি হবে। সেখানে কোনো গ্রেড বা নম্বর থাকবে না, সেখানে শুধু পাস লেখা থাকবে।
তিনি আরো বলেন, পরীক্ষা নেওয়ার আমাদের সকল প্রস্তুতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।
যেহেতু আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে সে কারণেই এ বছর অষ্টম শ্রেণির পরীক্ষা নেয়া সম্ভব হবে না।
এসএসসি পরীক্ষার সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। যথাসময়ে এ পরীক্ষা শুরু করা হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে ২০২০ সালে জেএসসি ও জেডিসি হয়নি। উভয় শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হয়েছিল অটোপাস।
0comments
মন্তব্য করুন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।