বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ভূঁইয়ার স্বরণে প্রতিবন্ধীদের সহায়তা

Seba Hot News : সেবা হট নিউজ
0
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ভূঁইয়ার স্বরণে প্রতিবন্ধীদের সহায়তা



মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী গাজীপুর : টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ ভূঁইয়ার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে নোয়াগাঁও হিমারদিঘী তার পারিবারিক কবরস্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

আব্দুর রশীদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে ট্রাস্টের সদস্য সচিব আলহাজ্ব মোঃ শহীদুল্লাহর সঞ্চালনায় মহিলা সংরক্ষিত আসনের এমপি ও আব্দুর রশীদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি শামসুন্নাহার ভূঁইয়ার সভাপতিত্বে স্বরণ সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ডাঃ জামাল হোসেন, কামরুজ্জামান হেলাল মাষ্টার, জাকির হোসেন, সেলিম রেজা সহ বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এতে বক্তারা আব্দুর রশীদ ভূঁইয়ার জীবনী নিয়ে আলোচনা করেন ও সভা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

অনুষ্ঠান শেষে ৩৫জন প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে নগদ অর্থ সহয়তা প্রদান করা হয়।  

উল্লেখ্য যে, ২০১৩ সালের ৮ নভেম্বর দিবাগত রাতে ৬৭ বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top