এক রাকাতেই কোরআন খতম করে তরুণের স্বপ্নপূরণ

S M Ashraful Azom
0
এক রাকাতেই কোরআন খতম করে তরুণের স্বপ্নপূরণ



সেবা ডেস্ক: সিরিয়ার ঐতিহাসিক হালব শহরের অধিবাসী ২০ বছর বয়সীয় তরুণ আবদুর রহমান আল নাবহানের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। তার স্বপ্ন ছিল রাতের বেলা নামাজের এক রাকাতে পুরো কোরআন খতম করা। 

অবশেষে সেই স্বপ্নের বাস্তবায়ন করলেন নাবহান। নামাজের এক রাকাতে সাত ঘণ্টায় পবিত্র কোরআন খতম করেছেন তিনি।

ইউটিউবে আবদুর রহমান জানান, মাত্র ৭ ঘণ্টায় নামাজের এক রাকাতে পবিত্র কোরআন খতম করেছেন তিনি। ইসলামের তৃতীয় খলিফা উসমান বিন আফফান (রা.) তাহাজ্জুদ নামাজের এক রাকাতে পুরো কোরআন শেষ করেছেন বলে হাদিসের বর্ণনায় এসেছে। মূলত বিখ্যাত সাহাবি উসমান বিন আফফান (রা.) এর এ ঘটনা তাকে অনুপ্রাণিত করে।

আবদুর রহমান বর্তমানে তুরস্কের কোনিয়া শহরে বসবাস করেন। স্থানীয় সেলজু বিশ্ববিদ্যালয়ের স্নাতকে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন তিনি। আবদুর রহমান মূলত সিরিয়ার ঐতিহাসিক হালব শহরের অধিবাসী। এর আগেও তিনি বেশ কয়েকবার এক রাকাতে কোরআন খতম করার চেষ্টা করেছেন, তবে তা করতে সক্ষম হননি। 

জানা যায়, রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত দীর্ঘ সাত ঘণ্টা নামাজে দাঁড়িয়ে তিনি কোরআন খতম করে নামাজ শেষ করেন। পবিত্র কোরআনে ৩০টি পারা ও ২৪০ রু’কু রয়েছে। এর আয়াত সংখ্যা ৬৬৬৬টি। দীর্ঘ সাত ঘণ্টায় তিনি মনোযোগসহ পুরো কোরআন তিলাওয়াত করেন।

ঘরে সময় নষ্টের আশঙ্কা থাকে এজন্য নামাজের স্থান হিসেবে মসজিদকে বেছে নেন তিনি। নামাজ শেষে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ সবার জন্য দোয়া করেন তিনি। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top